ধর্মের উপর আঘাত করলে বরদাস্ত করা হবে না —মোদী
প্রকাশিত হয়েছে : ৯:৫২:০৯,অপরাহ্ন ১৮ ফেব্রুয়ারি ২০১৫
আন্তর্জাতিক ডেস্ক::
ধর্মীয় ব্যাপারে কারো হস্তক্ষেপই বরদাস্ত করা হবে না। সংখ্যাগুরু বা সংখ্যালঘু কারো ধর্মীয় আবেগে আঘাত দিলে তার ফল পেতে হবে। ধর্মীয় সহিষ্ণুতা নিয়ে এই বক্তব্যই পেশ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ধর্মযাজক চাভারা ও ইউফ্রেসিয়ার সন্তপ্রাপ্তি উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীদের একটি সভায় ভাষণ দিতে গিয়ে এ কথা বলেন মোদী। সভায় উপস্থিত ছিলেন আর্চবিশপ জর্জ অ্যালেনচেরি।
এ অনুষ্ঠানে মোদী বলেন, সন্ত চাভারা ও সন্ত ইউফ্রেসিয়া শুধু খ্রিস্টানদের কাছে নন, গোটা মানবজাতির কাছেই অনুপ্রেরণা। ভারত তাদের জন্য গর্বিত। সন্ত ইউফ্রেসিয়া তার গোটা জীবন উৎসর্গ করেছিলেন মানবজাতির স্বার্থরক্ষা ও মঙ্গলের জন্য। সেটাই ছিল তার ঈশ্বরের উপাসনা।
সম্প্রতি রাজধানীতে চার্চে হামলার প্রসঙ্গে গভীর উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, দেশমাতা নানা ধর্মের জন্ম দিয়েছেন। হাজার হাজার বছর ধরে এই দেশে সব ধর্ম সমানভাবে সম্মান পেয়ে এসেছে।
দেশের সংবিধানও সেই কথাই বলে। প্রত্যেকের ব্যক্তিগত ধর্মবিশ্বাসকে সম্মান করতে হবে ও প্রত্যেক নাগরিকের স্ব স্ব ধর্ম পালনের অধিকার সুরক্ষিত রাখতে হবে।