ধর্মঘট-অবরোধের চরম মূল্য দিচ্ছেন এসআই টুটুল
প্রকাশিত হয়েছে : ১২:০৬:৫২,অপরাহ্ন ২১ জানুয়ারি ২০১৫
বিনোদন ডেস্ক: আসছে (১৪) ফেব্রুয়ারি ভালোবাসা দিবসকে সামনে রেখে এসআই টুটুলের ভাবনা কম নয়। এস আই টুটুল একটি মিক্সড অ্যালবাম প্রকাশের উদ্যোগ নিয়েছিলেন।
কাজ খানিকটা করেছেন তিনি। তবে এখন কিন্তু দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং হরতাল-অবরোধের কারণে তিনি অ্যালবামটির কাজ বন্ধ রেখেছেন।
তিনি জানান, হরতাল অবরোধে তিনি ভালোবাসা দিবসের গান বানাতে চান না। দেশের পরিস্থিতি যখন স্বাভাবিক হবে তখনই তিনি তার ভালোবাসার অ্যালবামটি প্রকাশ করতে চান। দেশের এ পরিস্থিতিতে কাজ চালিয়ে যাওয়া সম্ভব নয়।
তিনি জানান, পরিস্থিতিতে কি ভালোবাসার গান করা যায়? তাই সবার মনে শান্তি ফিরে আসলেই ভালোবাসার গান করবো।
এবারের কোরবানি ঈদে এ কণ্ঠশিল্পীর ‘নীল কষ্ট’ নামে একটি একক অ্যালবাম প্রকাশ হয়েছিল। অ্যালবামটি থেকে কেমন সাড়া পাচ্ছেন জানতে চাইলে টুটুল বলেন, এখন আসলে অডিও সিডি দিয়ে শ্রোতাদের সাড়া পাওয়ার সময় নেই।
তবে এর পরেও যারা গানগুলো শুনেছেন তারা প্রশংসা করেছেন আর মিউজিক ভিডিও নির্মাণের পরিকল্পনা আছে। এর পরেই তখন আসল রেসপন্স বোঝা যাবে।’
সম্প্রতি প্লেব্যাক এবং স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন এস আই টুটুল। তবে এখন সেসব কর্মসূচিও বন্ধ রয়েছে তার।
উল্লেখ্য, কক্সবাজারে পিকেটারদের হামলার মুথে পড়েছিল একটি শুটিং উইনিট। পড়ে তারাও কাজ বন্ধ রেখে ঢাকায় এসে দেশে ভারতীয় সিনেমা প্রদর্শন বন্ধের জন্য আন্দোলন করে যাচ্ছেন।