দ্বিতীয় ম্যাচেও বড় ব্যবধানে হারলো বাংলাদেশ
প্রকাশিত হয়েছে : ৮:২০:৩৭,অপরাহ্ন ০৫ ফেব্রুয়ারি ২০১৫
স্পোর্টস ডেস্ক::
অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচের মতো দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও হারের পুনরাবৃত্তি ঘটিয়েছে টাইগাররা। বৃহস্পতিবার ক্লার্কদের বিপক্ষে ওই ম্যাচে ছয় উইকেটে পরাজিত হয়েছে বাংলাদেশ।
বাংলাদেশের দেওয়া ১৯৪ রানের টার্গেটে খেলতে নেমে ৪২ ওভারে ছয় উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় অজি একাদশ। অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে সর্বোচ্চ ৭১ রান করেছেন অ্যাস্টন টার্নার। অস্ট্রেলিয়া অধিনায়ক মাইকেল ক্লার্ক ৩৪ রান করে সাব্বির রহমানের বলে আউট হন।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ৪৪ ওভারেই গুটিয়ে যায় টাইগাররা। প্রথম থেকেই আসা-যাওয়ার মধ্যে ছিলো বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৫২ রানের ইনিংস খেলেন নাসির হোসেন। অস্ট্রেলিয়ার পক্ষে অ্যাস্টন টার্নার চার উইকেট নিয়েছেন। এই ম্যাচে সেরা ফিগার অ্যাস্টন টার্নারের। তিনি ব্যাট হাতে ৭১ রান এবং বল হাতে চার উইকেট নিয়েছেন।
উল্লেখ্য, বিশ্বকাপে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই মিশন শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল।