দ্বিতীয় বিয়ে করছেন হৃত্বিক
প্রকাশিত হয়েছে : ১১:২৪:০২,অপরাহ্ন ২১ জানুয়ারি ২০১৫
বিনোদন ডেস্ক :: রূপকথার মতো বিয়ে ভেঙ্গে বহু গুঞ্জনের পর ডিভোর্সের পথ বেছে নেন বলিউড তারকা হৃত্বিক রোশান। বলিউডপ্রেমীদের জন্য চরম হতাশার খবর ছিল হৃত্বিক রোশন এবং তার স্ত্রী সুজানার বিচ্ছেদ এর খবরটি।
খুব বেশি দিন হয়নি বিচ্ছেদ হয়েছে হৃত্বিক-সুজান দম্পতির। এরইমধ্যে সবার শুরু হয়েছে হৃত্বিকের দ্বিতীয় বিয়ে নিয়ে।
এই আগ্রহীদের তালিকায় পিছিয়ে নেই বলিউড বিশেষজ্ঞ জ্যোতিষীরাও।
বেজান দারুওয়ালা নামক এক জ্যোতিষী তো ভবিষদ্বানী করেই বসেছেন, ২০১৫ সালের মধ্যেই বিয়ে করবেন হৃত্বিক। আগামী বছর বক্স অফিসসহ সবক্ষেত্রে সাফল্য পাবেন এমন তিন তারকার নাম উল্লেখ করেছেন ওই জ্যোতিষী।
তিনি জানান রণবীর কাপুর, দিপীকা পাড়ুকোন ও সালমান খান ২০১৫ সাল কাঁপিয়ে দেবেন।
বেজান আরো বলেন, শুধু ২০১৫ ই নয়, আগামী পাঁচটি বছরই থাকবে রণবীর কাপুরের নিয়ন্ত্রণে। সালমানকে চিরসবুজ ও বিস্ময়কর বলেও আখ্যা দিয়েছেন বেজান।
প্রিয়াঙ্কা চোপড়া সম্পর্কে তিনি বলেন, বর্তমানে ক্যারিয়ারের সঠিক পথেই বিচরণ করছেন এই অভিনেত্রী।
f