দ্বিতীয় দফায় সৌদি গমনেচ্ছুক নারী শ্রমিকদের নিবন্ধন শুরু ২৪ মে
প্রকাশিত হয়েছে : ২:২৫:২২,অপরাহ্ন ১৮ মে ২০১৫
নিউজ ডেস্ক :: দ্বিতীয় দফায় সৌদি গমনেচ্ছুকদের নিবন্ধন আগামী ২৪ মে থেকে শুরু হবে। সোমবার জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, সৌদি আরবে যেতে ইচ্ছুক নারী গৃহকর্মীদের নাম নিবন্ধনের জন্য ফের আহ্বান জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এ নিবন্ধন প্রক্রিয়া ২৪ মে থেকে শুরু হয়ে চলবে ৩০ মে পর্যন্ত। দেশের ৪২টি জেলায় কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয় এবং কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রে এ নিবন্ধন করা যাবে। নিবন্ধনের সঙ্গে সঙ্গে সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সির সমন্বয়ে গৃহকর্মীদের বাছাই করা হবে।
এর আগে বিনা খরচে সৌদি আরবে গৃহকর্মী পাঠাতে নিবন্ধন প্রক্রিয়া শুরু করা হলেও তেমন সাড়া পাওয়া যায়নি। তাই দ্বিতীয়বারের মতো আবারো নিবন্ধন শুরু করতে যাচ্ছে এ বিএমইটি।
নিবন্ধনের জন্য ১২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, মেশিন রিডেবল পাসপোর্ট অথবা জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ এবং নিজ এলাকার চেয়ারম্যান সনদপত্র সঙ্গে আনতে হবে।
যারা নিবন্ধন করবেন তাদের বয়স ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।