দোয়ারাবাজারে মাছ শিকারকে কেন্দ্র করে দু’পক্ষে উত্তেজনা
প্রকাশিত হয়েছে : ৬:৩৭:১০,অপরাহ্ন ০২ নভেম্বর ২০১৪
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: দোয়ারাবাজারে মাছ শিকারকে কেন্দ্র করে দু’পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার বিকালে পান্ডারখাল মরা সুরমা নদীতে বড়শি দিয়ে মাছ ধরতে গেলে জলমহাল ইজারাদার ও অপর একটি পক্ষে সংঘর্ষ বাঁধে। খবর পেয়ে দোয়ারাবাজার থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আনোয়ার হোসেন আনু জানান, বৈধভাবে মরা সুরমা (পান্ডারখাল) নদীটি ১৪২১ থেকে ১৪২৩ বঙ্গাব্দ পর্যন্ত ইজারা নেয়া হয়েছে। একটি কুচক্রী মহল প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে সেখানে অবৈধভাবে মাছ শিকার করে আসছে। ইজারাদার মাওলানা আলী হায়দারও একই কথা জানান। আমরা এর আইনী সহায়তা চাই।