দোয়ারাবাজারে পাওনা টাকা আদায় নিয়ে দু’দল গ্রামবাসীর সংঘর্ষ : পুলিশসহ আহত ৫০
প্রকাশিত হয়েছে : ৬:২৭:২৯,অপরাহ্ন ২৮ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: সুনামগঞ্জের দোয়ারাবাজারে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে এক পুলিশসহ উভয় পক্ষের ৫০ জন আহত হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার রাত ৮টার দিকে দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের কর্নেল আলী ও রাজনপুর গ্রামের তাজির উদ্দিনের লোকজনের মধ্যে পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। পরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু করে। ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের সময় মঞ্জুর নামে এক পুলিশ কনস্টেবলসহ ৫০ জন আহত হয়।
দোয়ারাবাজার থানা ওসি সেলিম নেওয়াজ জানান, পাওনা টাকা চাইতে গিয়ে সংঘর্ষের সূচনা হয়। এসময় পুলিশের কন্সটেবল মঞ্জুর আহত হন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আহতদের স্থানীয়ভাবে ও দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে কোনও পক্ষই এখন পর্যন্ত থানায় মামলা করেনি।