দোয়ারাবাজারে ইউএনও দম্পতির বিদায় সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ৩:০৭:০৩,অপরাহ্ন ২৫ ফেব্রুয়ারি ২০১৫
দোয়ারাবাজার সংবাদদাতা::
দোয়ারাবাজার ও ছাতক উপজেলা ইউএনও দম্পতির বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা পরিষদের উদ্যোগে সম্মেলন কক্ষে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতিকের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মেহেরুল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধ্বনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।
সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান ও ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা আইনুর আক্তার পান্না। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী ফজলুর রহমান, দোয়ারাবাজার থানার ওসি (প্রশাসন) সেলিম নেওয়াজ, উপজেলা কৃষি অফিসার হারুন অর রশীদ, দোয়ারাবাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ একরামুল হক, দোয়ারা সদর ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল খালেক, উপজেলা সহকারী শিক্ষা অফিসার সৌরভ পাল মিঠুন, সুরমা ইউপি চেয়ারম্যান শাহজাহান মাস্টার, উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুল আওয়াল ধলিক, নরসিংপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান, লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যান আমীরুল হক, মান্নারগাঁও ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী খাঁন, পান্ডারগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ, বগুলা ইউপি চেয়ারম্যান আহমদ আলী আপন, কলাউড়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা কালিমুল্লাহ, বড়খাল স্কুল ও কলেজের অধ্যক্ষ নজির আহমদ, বরইউড়ি বহুমুখী আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা সৈয়দ হোসেন কবীর, দোয়ারাবাজার মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, টেংরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন আহমদ, সাংবাদিক হাবীবুল্লাহ হেলালী, সাংবাদিক আশিক মিয়া, সাংবাদিক বজলুর রহমান, লামাসানিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা আব্দুর রশিদ প্রমুখ।