দোয়ারাবাজারের ৫ ইউনিয়নের বাজেট প্রস্তুতি সভা
প্রকাশিত হয়েছে : ১:৩১:২০,অপরাহ্ন ২৬ মে ২০১৫
নিউজ ডেস্ক :: দোয়াবাজার উপজেলার ৫টি ইউনিয়নের বাজেট প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়াও আসন্ন বাজেটকে কেন্দ্র করে বিভিন্ন ধরণের কর্মসূচি গ্রহণ করেছে দোয়ারাবাজারের বিভিন্ন ইউনিয়ন।
দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়ন পরিষদের বাজেট প্রণয়ন বিষয়ক ২দিনব্যাপি কর্মশালা অনুষ্টিত হয়েছে। ৩ নং দোয়ারাবাজার সদর ইউনিয়ন পরিষদ কতৃক আয়োজিত বেসরকারী সংগঠন ইরা শরিক প্রকল্পের সহযোগীতায় শনিবার ও রবিবার ইউনিয়ন পরিষদ হল রুমে বাজেট প্রণয়ন বিষয়ক ২দিন ব্যাপি কর্মশালা অনুষ্টিত হয়। ইরা শরিক প্রকল্পের ফিল্ড ফ্যাসিলেটর তোফায়েল আহমদ মাসুম ও জসিন্তা রাকসাম এর যৌথ পরিচালনায় পরিচালনায়, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. এরশাদ আলীর সভাপতিত্বে, কর্মশালায় উপস্তিত ছিলেন ইউনিয়নের ১৩টি ওয়ার্ডের ষ্ট্যাডিং কমিটির সভাপতি গণ মো.সৈয়দ মিয়া,মেরাজ মিয়া, মধাব রায়, শহিদ মিয়া, হারিছ মিয়া, তজির উদ্দিন, তাজুল ইসলাম, রহিমা খাতুন, হারিছুন নেছা, সামসুন্নাহার, ইউপি সচিব সচি কন্ত তালুকধার প্রমুখ।
সুরমা ইউনিয়নের বাজেট প্রণয়ন বিষয়ক ২দিন ব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।২৫-২৬/৫/২০১৫ইং তারিখ আয়োজনে সুরমা ইউনিয়ন পরিষদ। সহযোগিতায় ইরা শরিক প্রকল্প।ওরিয়েন্টেশন সভাপতিত্ব করেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান জনাব মো, শাহজাহান ওরিয়েন্টেশন এর পরিচালনা করেন ইরা শরিক প্রকল্পের ফিল্ট ফ্যামিলিটেটর কুহেলিকা আরেং। এছারাও ইউনিয়ন পরিষদেও সদস্য/সদস্যা বৃন্দ ও ইউনিয়ন পরিষদের সচিব। আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বীর প্রতীক আব্দুল মজিদ, গন্যমান্য আতর আলী প্রমূখ।
উপজেলার নরসিংপুর ইউনিয়ন পরিষদে বাজেট প্রনয়ন বিষয়ক ২ দিন ব্যাপী কর্মশালা অনুষ্টিত হয়েছে। ইউনিয়ন পরিষদের আয়োজনে বেসরকরি সংঘঠন ইরা শরিক প্রকল্পের সহযোগীতায় ১৬-১৭ মে ইউনিয়ন পরিষদের হল রুমেবাজেট প্রনয়ন বিষয়ক কর্মশালা অনুষ্টিত হয়েছে। ইউনিয় পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. ঘাবিবুর রহমানে সভাপতিত্বে, ইরা সরিক প্রকল্পের ফিল্ড ফ্যাসিলেটর তোফায়েল আহমদ মাসুম ও জসিন্তা রাকসামের পরিচালনায় কর্মশালায় ইউনিয়নের ১৩টি স্ট্যান্ডিং কমিটির সভাপতি গণ উপস্তিত ছিলেন মো.জয়নাল আবেদীন,আঃ সালাম খাঁন, মো.আলতাব নুর, মো.ফজলুর রহমান,মো. মইজ উদ্দিন খানম, আঃ কাইয়ুম ফারুক,মো.মতিউর রহমান,মো.আব্দুর রশিদ,মো.হান্নান মিয়া,মোছা.হালিমা খাতুন,মোছা.রাজিয়া খানম,মোছা.ছায়েরা খাতুন,প্রমুখ।
দোয়ারাবাজারের বাংলাবাজার ইউনিয়ন পরিষদের বাজেট প্রনয়ন বিষয়ক ২ দিন ব্যাপী কর্মশালা অনুষ্টিত হয়েছে। ইউনিয়ন পরিষদের আয়োজনে বেসরকরি সংঘঠন ইরা শরিক প্রকল্পের সহযোগীতায় ১৯ ও ২০ মে ইউনিয়ন পরিষদের হল রুমে বাজেট প্রনয়ন বিষয়ক কর্মশালা অনুষ্টিত হয়েছে। ইউনিয় পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. হাবিবুর রহমানে সভাপতিত্বে, ইরা সরিক প্রকল্পের ফিল্ড ফ্যাসিলেটর তোফায়েল আহমদ মাসুম ও জসিন্তা রাকসামের পরিচালনায় কর্মশালায় ইউনিয়নের ১৩টি স্ট্যান্ডিং কমিটির সভাপতি গণ উপস্তিত ছিলেন মো.রমিজ উদ্দিন,মো. আশরাফ উদ্দিন,মো.আলা উদ্দিন,মো. নজরুল ইসলাম,মো.মনির মিয়া,মো.আব্দুল কাদির,মো.আব্বাছ উদ্দিন, মোছা.মিনারা বেগম,মোছা.আফছানা আক্তার,মোছা.গোলাফ বানু, ইউপি সচিব হেমন্ত বিশ্বাস প্রমুখ।
বোগলাবাজার ইউনিয়ন পরিষদের বাজেট প্রনয়ন বিষয়ক ২ দিন ব্যাপী কর্মশালা অনুষ্টিত হয়েছে। ইউনিয়ন পরিষদের আয়োজনে বেসরকরি সংঘঠন ইরা শরিক প্রকল্পের সহযোগীতায় ২১ ও ২২ মে ইউনিয়ন পরিষদের হল রুমে বাজেট প্রনয়ন বিষয়ক কর্মশালা অনুষ্টিত হয়েছে। ইউনিয় পরিষদের চেয়ারম্যান মো. আহমদ আলী আপনের সভাপতিত্বে, ইরা সরিক প্রকল্পের ফিল্ড ফ্যাসিলেটর তোফায়েল আহমদ মাসুম ও জসিন্তা রাকসামের পরিচালনায় কর্মশালায় ইউনিয়নের ১৩টি স্ট্যান্ডিং কমিটির সভাপতি গণ উপস্তিত ছিলেন মো. আব্দুল মালেক, মো. শাহ আলম,মো.বুলবুল মিয়া,মো.অব্দুর রহমান,মো.আকবর আলী, মো.আব্দুল অদুদ, মো.তোফাজ্জল হোসেন,মো.মিজানুর রহমান,মো. এরশাদ আলী, মোছ.মুর্শিদা ইসহাক, মোছা.লাভলি আক্তার,ইউপি সচিব এ কে এম রুহোল আমিন,প্রমুখ।