দোহাতে বাংলাদেশ প্রেস ক্লাব কাতারের মাসিক সাধারণ সভা সম্পূর্ণ
প্রকাশিত হয়েছে : ৩:৩৩:২৩,অপরাহ্ন ০১ নভেম্বর ২০১৪
কাতারের রাজধানী দোহাতে বাংলাদেশ প্রেস ক্লাব কাতারের মাসিক সাধারণ সভা সম্পূর্ণ হয়েছে।গতকাল শুক্রুবার কাতারের রাজধানী দোহার স্থানিয় একটি হোটেলের বললুমে সংগঠনের সভাপতি,বাংলাভিশনের কাতার প্রতিনিধি শরীফ উদ্দীন সন্দ্বীপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এটিএন বাংলার কাতার প্রতিনিধি শাহজালাল পলাশের পরিচালনায় এতে আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্ঠা বিশিষ্ট সাংবাদিক জি’এম আকাশ,সিনিয়র সহসভাপতি জি টিভির কাতার প্রতিনিধি মামুনুর রশিদ,সাংগঠনিক সম্পাদক মোহনা টিভির কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুন,সাংবাদিক তামিম রাইহান, ৭১ টিভির কাতার প্রতিনিধি নুর আলম,সাংবাদিক আবু হানিফ রানা,সাংবাদিক শাহিন সহ আরো অনেকে। এসময় বিভিন্ন আলোচনার পাশাপাশি সাংবাদিকদের নীতি ও আদর্শকে
সামনে রেখে সবাই একই স্লোগানে একমত হয়ে কাজ করা ছাড়াও বর্তমানে ভিসা দালালদের হাতে জিম্মি হয়ে থাকা কাতারের শ্রমবাজারকে কি ভাবে মুক্ত করা যায় এই বিষয়েও আলোচনা করেন উপস্থিত সাংবাদিকরাl সভাপতি শরীফ উদ্দীন সন্দ্বীপি তার বক্তব্যে বলেন,বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত সময় ক্ষমতা থাকা কালীন তিন তিন বার কাতার সফর করে দু’দেশের শীর্ষ পার্যায়ে জনশক্তি রফতানির বিষয়ে আলোচনা করে কাতারে বাংলাদেশের বন্ধ শ্রমবাজারের দরজা খুলে দেয়,কিন্তু বর্তমানে এবাজার কিছু দালাল চক্রের খপ্পরে পরে দিন দিন বহি:বিশ্বের কাছে ক্ষুন্ন হতে চলছে বাংলাদেশের ভাবমুর্তি,তাই সরকারকে বিশেষ ভাবে নজর দিতে হবে কাতারের শ্রম বাজার যাতে করে ধরে রাখা যায়।উপদেষ্ঠা সাংবাদিক জি’এম আকাশ বলেন
আমরা মনে করি একজন সাংবাদিকের নীতি ও আদর্শ হচেচ্ছ – সত্য ও সুন্দরের পথে
পথ চলে,আগামীর কথা বলা l