দেড় মাস ধরে ফুটপাতে কাদের সিদ্দিকী
প্রকাশিত হয়েছে : ৮:৩২:৪৭,অপরাহ্ন ১২ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক::
টানা ৪৪ দিনের মতো ফুটপাতেই অবস্থান করছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম। প্রধানমন্ত্রীকে সংলাপের উদ্যোগ গ্রহণ ও বিএনপি নেত্রী খালেদা জিয়াকে অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়ে এ অবস্থান কর্মসূচি পালন করছেন তিনি। মতিঝিলে কৃষক শ্রমিক জনতা লীগের দলীয় কার্যালয়ের সামনে ২৮ জানুয়ারি থেকে নিরবচ্ছিন্নভাবে অবস্থান করছেন কাদের সিদ্দিকী।
কাদের সিদ্দিকীর সঙ্গে বৃহস্পতিবার সকালে যারা সংহতি জানাতে আসেন তাদের উদ্দেশে তিনি বলেন, ‘বিরোধী দলের নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন করে দেশে শান্তি আনা যায় না। যে কোনো দেশে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে বিরোধী দলকে আস্থায় নেওয়া জরুরি।’ অবস্থান কর্মসূচির ৪৪তম দিনে কাদের সিদ্দিকীর সঙ্গে রয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম-সম্পাদক ইকবাল সিদ্দিকী, কেন্দ্রীয় নেতা ফরিদ আহমেদ, যুবনেতা হাবিবুননবী সোহেল, ফারুক আহমেদ, ছাত্রনেতা রিফাতুল ইসলাম দীপ, কাওসার জামান খান, শাহীনুর আলমসহ শতাধিক নেতাকর্মী।