দেশে ৮৫ ভাগ মামলা হয় ভূমি জটিলতায় —সিলেটে ভূমি প্রতিমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ১২:১৬:৩৩,অপরাহ্ন ৩১ মে ২০১৫
নিউজ ডেস্ক::
সিলেট ভূমি অফিসে ঝটিকা পরিদর্শন শেষে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ এমপি বলেছেন, দেশে ৮৫ ভাগ মামলা ভূমি সংক্রান্ত জটিলতা থেকে হয়। তাই ভূমি ব্যবস্থা ডিজিটালাইজেশন দ্রুততার সাথে সম্পন্ন হলে মামলা ও হয়রানী কমে আসবে।
তিন আজ রোববার দুপুরে সিলেট সদর উপজেলা ভূমি অফিসে ঝটিকা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসময় তাঁর সাথে ছিলেন সিলেটের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল্লাহ আল মাহমুদ। এর আগে মন্ত্রী হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করেন।
প্রতিমন্ত্রী বলেন, ভূমি ব্যবস্থা ডিজিটালাইজেশন, জমি খারিজে হয়রানি বন্ধ, ভূমি উন্নয়ন কর আদায়, নামজারিসহ সকল সেবায় নাগরিক হয়রানি বন্ধে ভূমি মন্ত্রণালয় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। মন্ত্রী বলেন, মানুষ খাজনা দিতে গিয়েও হয়রানীর শিকার হচ্ছে। তাই ডিজিটাল সার্ভিসের মাধ্যমে মোবাইলে কিংবা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদানের ব্যবস্থা নেয়া হচ্ছে।