‘দেশে মানুষ হত্যার নগ্ন মিছিল চলছে’
প্রকাশিত হয়েছে : ১:৫০:৫৫,অপরাহ্ন ১২ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
ছাত্রলীগ সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেছেন, দেশে গণতন্ত্র রক্ষার নামে ছাত্র-ছাত্রী, বাস-ট্রাক চালক ও সাধারণ মানুষকে হত্যার মিছিল চলছে। পেট্রলবোমা মেরে শিক্ষা প্রতিষ্ঠানের অগ্রযাত্রাকে ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে। তারই ধারবাহিকতায় ছাত্রদল ও শিবির বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অযৌক্তিক ধর্মঘট আহ্বান করেছে। ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের নিয়ে তাদের প্রতিহত করবে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় এক বিক্ষোভ সমাবেশ থেকে তিনি এ কথা বলেন। ক্যাম্পাসে ছাত্রদলের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। চলমান এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের গত সপ্তাহের মতো এবারও ছাত্রলীগের নেতাকর্মীরা মাঠে থেকে শিক্ষার্থীদের নিরাপত্তা দেবে বলে পুনরায় ঘোষণা দেন ছাত্রলীগ সভাপতি।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মোল্লার সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক শেখ রাসেল, পরিবেশবিষয়ক সম্পাদক সাইফুর রহমান সোহাগ, বিশ্ববিদ্যালয় সাধারণ সম্পাদক ওমর শরীফ প্রমুখ। সমাবেশের পূর্বে মধুর ক্যান্টিন থেকে একটি মিছিল ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।