দেশে তেলের দাম কমার কোন সম্ভাবনা নেই –সিলেটে অর্থমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ১:৩৫:৩৩,অপরাহ্ন ১৯ ডিসেম্বর ২০১৪
শুক্রবার বিকেলে সিলেট শহরের নয়াসড়ক এলাকায় সংস্কারকৃত প্রেসবিটারিয়ান চার্চের পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও আমাদের দেশে কমার কোন সম্ভাবনা নাই। আমরা সব সময় কম দামে তেল বিক্রি করি, তবে আমাদের ক্ষমতার উপর নির্ভর করে মাঝে মাঝে দাম বাড়াই। সুতরাং আন্তর্জাতিক দামের সাথে তুলনা করে বাংলাদেশে কখনো তেলের দাম নির্ধারণ করা হয় না।
আবুল মাল আবদুল মুহিত আরো বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম এ পর্যায়ে বেশিদিন থাকবে না। তাছাড়া তেলের দাম না কমানো দেশের জন্যে ভাল, এতে রাজস্ব বাড়বে। আমরা বরাবরই তেলে ভর্তুকি দিয়ে আসছি। আন্তর্জাতিক বাজারের সাথে তাল মিলিয়ে আমরা তেলের মূল্য বৃদ্ধি বা কমাতে পারি না।
পরে মন্ত্রী যিশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন।
অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, স্থানীয় কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, শাহানারা বেগম, হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অসিত ভট্টাচার্য্য প্রমুখ।
এছাড়া শুক্রবার সন্ধ্যায় সিলেট শিল্পকলা একাডেমীতে আয়োজিত একটি অনুষ্ঠান এবং সুরমা নদীতে রিভার ক্রুজ রেস্টুরেন্টের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।