দেশে জনসংখ্যা ১৭ কোটি!
প্রকাশিত হয়েছে : ৬:৪৭:০০,অপরাহ্ন ১৭ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত সারা বাংলাদেশে প্রায় ১৭ কোটি মানুষের জন্ম নিবন্ধন হয়েছে বলে সংসদে জানানো হয়েছে।
রবিবার সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জানান, জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রকল্পের আওতায় গত সেপ্টেম্বর পর্যন্ত সনাতন পদ্ধতিতে হাতে লিখে ও অনলাইনে মোট ১৬ কোটি ৭১ লাখ ৭৮ হাজার ৩১২ জনের জন্ম নিবন্ধন করা হয়েছে।
এই সময় পর্যন্ত মোট ১১ কোটি ৯২ লাখ ৯৬ হাজার ৭৪ জনের জন্ম নিবন্ধন তথ্য কম্পিউটারাইজড হয়েছে বলে জানান তিনি।
২০১১ সালের আদমশুমারি অনুসারে বাংলাদেশের জনসংখ্যা ১৫ কোটি ২৫ লাখ ১৮ হাজার।
সেই হিসাবে চার বছরে জনসংখ্যা বেড়েছে অন্তত দেড় কোটি। কেননা অনেকেই রয়েছেন, যারা জন্ম নিবন্ধন করেননি।
অনলাইনে জন্ম নিবন্ধন প্রক্রিয়া চালু থাকার কথা জানিয়ে আশরাফ বলেন, প্রতিদিন গড়ে ৭০ থেকে ৮০ হাজার সনাতন পদ্ধতির জন্ম নিবন্ধন তথ্য কম্পিউটারাইজড করা হচ্ছে ও নতুন জন্ম তথ্য সরাসরি কম্পিউটারের মাধ্যমে নিবন্ধন করা হচ্ছে।