নিউজ ডেস্ক:: দেশে একমাত্র এক ব্যক্তির ক্ষমতা চলছে বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, ব্যাংকগুলো আজ দেউলিয়া হয়ে গেছে। দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। দেশে বেকার সংখ্যা্ হু হু করে বাড়ছে।
বিকাল ৪টায় কুমিল্লার জনসভায় এ কথা বলেন খালেদা জিয়া।
শনিবার ২৯ নভেম্বর বেলা ২টা ৫মিনিটে কুমিল্লা পৌঁছান। কুমিল্লা সার্কিজ হাউজে কিছুক্ষণ বিশ্রাম শেষে জনসভায় যোগ দেন তিনি। এদিকে বেলা দেড়টার দিকে জেলা ২০ দলীয় জোট আয়োজিত জনসভা শুরু হয়।
পবিত্র কোরআন তেলওয়াতের পর সকাল পৌনে ১১টার থেকে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারপান তারেক রহমানের ৭ নভেম্বর উপলক্ষে দেওয়া ভাষন প্রচার করা হয়। প্রায় ২ ঘন্টা ব্যাপি চলে এ অয়োজন। এর পর স্থানীয় নেতাদের বক্তব্যের মধ্য দিয়ে জনসভায়র মূল অনুষ্ঠান শুরু হয়।