দেশের সর্বনিম্ন মুদ্রা হবে ৫ টাকা
প্রকাশিত হয়েছে : ১১:৪৫:২১,অপরাহ্ন ১৮ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: এক ও দুই টাকার মুদ্রা আর থাকবে না জানিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘সরকারি মালিকানায় দেশের সর্বনিম্ন মুদ্রা হবে ৫ টাকা।
রোববার সচিবালয়ে অর্থমন্ত্রণালয়ে নতুন মূল্য সংযোজন কর (মুসক) আইন নিয়ে এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান, অর্থসচিব মাহবুব আহমেদ, এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমানসহ অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ীদের সঙ্গে ভ্যাট আইন সংশোধন নিয়ে বৈঠক করেন অর্থমন্ত্রী।