দেশের চলমান পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে সিলেট চেম্বারের উদ্যোগে মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে : ৯:৫৯:৪৪,অপরাহ্ন ০৬ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
দেশের চলমান অস্থিতিশীলতা নিরসন ও ব্যবসা-বাণিজ্যের মন্দাভাব থেকে উত্তরণের লক্ষ্যে ৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় চেম্বার কনফারেন্স হলে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে সিলেটের সকল মার্কেট ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের সভাপতি জনাব সালাহ্ উদ্দিন আলী আহমদ। স্বাগত বক্তব্যে চেম্বার সভাপতি বলেন, বাংলাদেশ বর্তমানে এক ক্রান্তিকাল অতিক্রম করছে। হরতাল, অবরোধ সহ অন্যান্য রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কার্যক্রম চরমভাবে বাঁধাগ্রস্থ হচ্ছে।
এর ফলে ব্যবসায়ীরা দিনের পর দিন মারাত্মক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। সভায় বক্তারা আরো বলেন, হরতাল-অবরোধের কারণে দোকান-পাট বন্ধ থাকায় ব্যবসায়ীরা দোকান ভাড়া, কর্মচারী বেতন, সরকারের ভ্যাট-ট্যাক্স, বিদ্যুৎ বিল ইত্যাদি খরচ তুলতেই হিমশিম খাচ্ছেন।
এরকম চলতে থাকলে ব্যবসা-বাণিজ্য বন্ধ করে দেওয়া ছাড়া সাধারণ ব্যবসায়ীদের সামনে আর কোন পথ খোলা থাকবেনা। চেম্বার সভাপতি দেশের এ অস্থিতিশীল পরিস্থতি থেকে উত্তরণের লক্ষ্যে এফবিসিসিআই এর পরিকল্পনা অনুযায়ী সিলেট চেম্বারের উদ্যোগে “সবার উপরে দেশ, দেশ বাঁচাও অর্থনীতি বাঁচাও” এ স্লোগান নিয়ে আগামী ০৮ ফেব্রুয়ারী সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীদেরকে চেম্বার ভবনের সম্মুখে জাতীয় পতাকা নিয়ে প্রতীকী অবস্থানের আহবান জানান।
উপস্থিত ব্যবসায়ী নেতৃবৃন্দ এ উদ্যোগের প্রশংসা করেন এবং সিলেটের সকল ব্যবসায়ীদের নিয়ে এ কর্মসূচীতে অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট চেম্বারের পরিচালক জনাব নূরুল ইসলাম, জনাব মোঃ লায়েছ উদ্দিন, জনাব এনামুল কুদ্দুছ চৌধুরী, জনাব আমিরুজ্জামান চৌধুরী, প্রাক্তন পরিচালক জনাব এম এ ওয়াদুদ, জনাব মোঃ আতাউর রহমান, জনাব ফালাহ্ উদ্দিন আলী আহমদ, জনাব মোঃ সিরাজুল ইসলাম সিরাজী, জনাব মতচ্ছির আলী, জনাব মোঃ আজিজুর রহমান ও জনাব মোঃ নাজমুল হক। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি জনাব মোঃ মামুন কিবরিয়া সুমন, সহ সভাপতি জনাব মাসুদ আহমদ চৌধুরী, জনাব মোঃ হিজকিল গুলজার, জনাব খন্দকার সিপার আহমদ, জনাব মোঃ সাহিদুর রহমান, জনাব এজাজ আহমদ চৌধুরী, জনাব এ টি এম শোয়েব, জনাব মুকির হোসেন চৌধুরী, জনাব মোঃ বশিরুল হক, বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোস্তফা কামাল, জনাব আব্দুর রহমান রিপন, জনাব মোঃ কয়ছর আলী, জনাব আলা মিয়া, অধ্যাপক আলতাউর রহমান, জনাব জয়নুল আকতার চৌধুরী, জনাব আব্দুল ওয়াদুদ পাবেল, জনাব আব্দুল মুমিন মল্লিক, জনাব মোঃ আলেক মিয়া, জনাব আব্দুছ ছালাম আনু, জনাব জিয়াউল হক শিশু, জনাব মুজিবুর রহমান স্বাধীন, জনাব মোঃ মুশফিক উস সামাদ চৌধুরী প্রমুখ।-বিজ্ঞপ্তি