দেশব্যাপী চলছে ৭২ ঘন্টার হরতাল
প্রকাশিত হয়েছে : ৫:৫৭:৩৮,অপরাহ্ন ০১ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক :: ২০ দলীয় জোটের দেশব্যাপী টানা অবরোধের মধ্যে আজ থেকে ফের শুরু হচ্ছে ৭২ ঘণ্টার হরতাল। রোববার ভোর ছয়টা থেকে শুরু হয়ে হরতাল শেষ হবে বুধবার ভোর ছয়টায়।
এছাড়া হরতাল-অবরোধের পাশাপাশি আজ দেশের সব জেলা, উপজেলা, পৌরসভা, থানা ও মহানগরের ওয়ার্ডে ওয়ার্ডে গণমিছিল কর্মসূচি পালন করবে বিএনপির নেতৃত্বাধীন এ জোট। শুক্রবার ২০ দলের পক্ষে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে সবার অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও বিরোধীদলীয় নেতাকর্মীদের গণগ্রেফতার বন্ধ এবং এখন পর্যন্ত গণদাবির প্রতি সরকারের তাচ্ছিল্য প্রদর্শন করার প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে ওই বিবৃতিতে জানানো হয়।
এদিকে শনিবার এক বিবৃতিতে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদ চলমান অবরোধ এবং ৭২ ঘণ্টার হরতালের পাশাপাশি শান্তিপূর্ণভাবে গণমিছিল কর্মসূচি পালন করতে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে জোটের সব পর্যায়ের নেতাকর্মীসহ দেশবাসীকে আহ্বান জানিয়েছেন।