দেশবাসীকে সর্বাত্মক হরতাল পালনের আহবান খালেদা জিয়ার
প্রকাশিত হয়েছে : ৮:৩৭:২৮,অপরাহ্ন ১৪ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
মহিলা দলের সহ-সভাপতি ডা. নূরজাহান মাহবুব জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশবাসীকে আগামীকালের সর্বাত্মক হরতাল পালনের আহ্বান জানিয়েছেন। বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অবরুদ্ধ খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ শেষে রেব হয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, গণতন্ত্র ও ভোটের অধিকার রক্ষার আন্দোলন সংগ্রাম চলছে চলবে। এ সরকারের বিদায় না পর্যন্ত রাজপথে আন্দোলন অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুস্থ আছেন।
এর আগে দুপুর ১২টা ৩৫ মিনিটে মহিলা দলের ডা. নূরজাহান মাহবুব জানান নেতৃত্বে সদস্যর একটি প্রতিনিধি দল অবরুদ্ধ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য শুকনো খাবার নিয়ে আসেন।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- মনি বেগম, শামসুননাহার, সাজেদা আলী হেলেন, শিরিন জাহান, রোকেয়া সুলতানা।
এরপর দুপুর ১টা ১৫ মিনিটে বিএনপির নির্বাহী কমিটির সদস্য বেগম মেহেরুন নেছা হক, সুরাইয়া বেগম , আসমা আফরিন, হোসনেয়ারা চৌধুরৗ, মরিয়ম বেগম সীমা বিএনপির কার্যালয়ে প্রবেশ করেন।
দশম সংসদ নির্বাচনের বছরপূর্তির দিন ৫ জানুয়ারি বিএনপি ‘গণতন্ত্র হত্যা’ দিবস হিসেবে পালনের ঠিক দুদিন আগে শনিবার রাতে নিজের রাজনৈতিক কার্যালয়ে পুলিশ বেষ্টনীতে ‘অবরুদ্ধ’ হয়ে পড়েন খালেদা জিয়া। সেই থেকে এখন পর্যন্ত সেখানেই অবস্থান করছেন তিনি।
গত ৫ জানুযারি বিকেলে ‘গণতন্ত্র হত্যা’ দিবসে জনসভা ও কালো পতাকা মিছিলে অংশ নিতে পুলিশের বাধার মুখে বের হতে পারেননি। পরে সেখান থেকেই পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত অবরোধ কর্মসূচির ডাক দেন তিনি।