‘দুশ্চিন্তার কারন নেই, তিস্তা সমস্যার সমাধান হবে’
প্রকাশিত হয়েছে : ৯:৪৩:৩৮,অপরাহ্ন ২০ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করে শিগগির তিস্তা ও স্থলসীমান্ত সমস্যার সমাধান করা হবে। তিনি বলেন দুশ্চিন্তার কারন নেই, এ ব্যাপারে তার ওপর আস্থা রাখতে বাংলাদেশের প্রতি অনুরোধ জানিয়েছেন মমতা। আজ শুক্রবার দুপুরে হোটেল সোনারগাঁওয়ে প্রথম আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মমতা ব্যানার্জি।
দুই বাংলার মধ্যে কোনো বিভেদ থাকবে না বলেও মন্তব্য করেন মমতা ব্যানার্জি। তিনি বলেন, আমরা আপনাদের কাছে শুনবো কি কি প্রত্যাশা করেন, কোনো বাধা থাকবে না। মনের দরজা খুলে দিতে হবে। সব শুনব এবং আমি হয়তো সব বলতে পারি না, জবাব দেব। আমারও কথা রয়েছে। আপ্লুত মমতা ব্যানার্জি বলেন, দুই বাংলার সঙ্গে আমাদের এতো মিল যে এখানে এসে আমার মন ভরে গেছে। দুই বাংলার মধ্যে প্রায় সব দিক থেকেই ব্যাপক মিল রয়েছে।
তিনি বলেন আমাদের রয়েছে একই সংস্কৃতি। আমরা একই গান গাই, আমাদের একই রবীন্দ্রনাথ, একই নজরুল, একই লালন, একই ক্ষুদিরাম, একই সুর্যসেন। ঢাকায় ভারতের হাইকমিশনার পঙ্কজ শরনের সভাপতিত্ত্বে আজ দুপুরে রাজধানীর হোটেল সোনারগাও হোটেলে আয়োজিত “বৈঠকি বাংলা” নামের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বাংলাদেশের সংস্কৃতিমন্ত্রী আসাসুজ্জামান নূর, পশ্চিমবঙ্গের সংস্কৃতিমন্ত্রী, অভিনেত্রী মুনমুন সেন, বিশিষ্ট সঙ্গীত শিল্পী রুনা লায়লা, অভিনেতা আলমগীর,দেবসহ দুই বাংলার অসংখ্য সাংস্কৃতিক ব্যক্তিরা।
আজ বিকাল ৪টায় বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে সাক্ষাত করবেন মমতা। পরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর ঘুরে দেখার পরিকল্পনাও রয়েছে। এ ছাড়াও ঢাকার রাস্তায় অতিপরিচিত বাহন রিকশায় চড়ে ঘুরে বেড়ানোর পাশাপাশি অমর একুশে গ্রন্থমেলায়ও যাওয়ার কথাও রয়েছে মমতার। একুশের প্রথম প্রহরে তার কেন্দ্রীয় শহীদ মিনারে যাওয়ার কথা রয়েছে।