দুর্যোগ মোকাবেলায় আমরা আগে থেকেই দক্ষ
প্রকাশিত হয়েছে : ৭:৫৬:০৮,অপরাহ্ন ০৫ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আমরা আগে থেকেই দক্ষ। মনুষ্য সৃষ্ট দুর্যোগও মোকাবেলা করতে পারবো। তিনি বলেন, দেশের মানুষ আজ সচেতন। তারা জ্বালাও-পোড়াও, মানুষ হত্যা মেনে নেবে না। আজ বৃহস্পতিবার সকালে অর্থ মন্ত্রণালয় পরিদর্শনে এসে উর্ধ্বতন কর্মকর্তাদের সাথ এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, পেট্রোল বোমায় মানুষ পুড়িয়ে মারা দেশের মানুষ মেনে নিচ্ছে না। তিনি বলেন, আপনার জানেন এ ধরণের ঘটনা কারা ঘটাচ্ছে। মানুষ পুড়িয়ে মারাই তাদের কাজ। তারা পেট্রোল বোমা মেরে শুধু মানুষ পুড়িয়ে মারছে না। দেশের সম্পদও ধ্বংস করছে।
শেখ হাসিনা বলেন, জনগণ এই সহিংসতা প্রতিহত করেছে এবং জনরোষের মাধ্যমেই এ পরিস্থিতির উত্তরণ ঘটবে। জনরোষেই প্রতিহত হবে বিএনপি-জামায়াত। মানুষ পুড়িয়ে মারা মানবাধিকারবিরোধী কাজ। আর এ কাজ ইসলামেও নেই।