দুপুরেও খাবার যায়নি খালেদার কার্যালয়ে
প্রকাশিত হয়েছে : ১১:১৮:১০,অপরাহ্ন ১২ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে বাইরে থেকে খাবার যায়নি। এতে ওই কার্যালয়ে অবস্থান করা কর্মকর্তা-কর্মচারিরা শুকনো খাবার খেয়ে সময় পার করছেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং এর কর্মকর্তা শামসুদ্দিন দিদার।
গতকাল রাতে খাবার নিতে পুলিশ বাধা দেয়ার পর আজ সকালের নাশতাও যায়নি ওই কার্যালয়ে। দুপুরের খাবারও যায়নি বেলা আড়াইটা পর্যন্ত।গত রাতে একটি ভ্যানে করে খাবার আনা হলেও পুলিশ খাবারসহ ভ্যানটি ফেরৎ পাঠায়। যদিও এ বিষয়টি পুলিশের পক্ষ থেকে অস্বীকার করা হয়। এদিকে আজ দুপুরের পর কার্যালয়ে কয়েকজন সাংবাদিক প্রবেশ করতে চাইলে তাদেরও প্রবেশ করতে দেয়নি পুলিশ।