দু’গ্রুপে বিভক্ত হয়ে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন করলো সুনামগঞ্জ বিএনপি
প্রকাশিত হয়েছে : ২:৩২:১৩,অপরাহ্ন ১৯ জানুয়ারি ২০১৫
সুনামগঞ্জ প্রতিনিধি::
পৃথক ২ গ্রুপে বিভক্ত হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৭৯তম জন্মবার্ষিকী পালন করেছে সুনামগঞ্জ জেলা বিএনপি। সোমবার রাত ৭টায় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে এ কর্মসুচি পালিত হয়। জেলা বিএনপির আহবায়ক সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন,যুক্তরাজ্য প্রবাসী এ লতিফ জেপি, মুজিবুর রহমান,ওয়াকিফুর রহমান গিলমান,অধ্যক্ষ শেরগুল আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ। এর আগে সন্ধ্যা সাড়ে ৬টায় জেলা যুবদলের সাবেক সভাপতি সেলিম উদ্দিন আহমদের হাছননগরস্থ বাসভবনে কেক কাটা ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে জ্য়িাউর রহমানের জন্মবার্ষিকী পালিত হয়। সদর উপজেলা বিএনপির সভাপতি আকবর আলীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সেলিম উদ্দিন আহমদের পরিচালনায় অনুষ্টিত আলোচনা সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন থানা বিএনপির সহ-সভাপতি আব্দুল হাই,সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান ফুল মিয়া, বিএনপি নেতা মনিরুল ইসলাম মনির,এডভোকেট শায়েস্তা উদ্দিন, আব্দুল গফফার ও বাবুল চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।