দুই রাতে রিয়াজের ‘আত্ম উপলব্ধি’
প্রকাশিত হয়েছে : ৬:২১:২৮,অপরাহ্ন ২০ জুন ২০১৫
বিনোদন ডেস্ক :: রিয়াজ তালে থাকছেন না, ইচ্ছে করেই বেতাল হয়ে যাচ্ছেন। অর্থাৎ তিনি মাতাল! আগে এমন ছিলেন না তিনি। স্ত্রী তাপসী মারা যাওয়ার পর থেকেই লাইনচ্যুত হয়ে গেছেন। এসব দৃশ্য বাস্তব নয়, ‘আত্ম উপলব্ধি’ নামের একটি নাটকে তাকে দেখা যাবে মাতাল বিপুল চরিত্রে।
গত ১৪ ও ১৫ জুন সন্ধ্যা থেকে সারাত এর দৃশ্যায়ন হয়েছে। এটি লিখেছেন আশরাফুল চনচল, পরিচালনা করেছেন আবু রায়হান জুয়েল। প্রচার হবে দেশ টিভিতে।
গল্পে দেখা যায়, মাজনুন মিজান ও নাদিয়া স্বামী-স্ত্রী। তাদের সন্তান হয় না। মিজান হাইস্কুলের শিক্ষক। একরাতে স্ত্রীকে ফেলে কবিগানের আসর উপভোগ করতে যায় শিক্ষক। পথে বিপুলের সঙ্গে তার দেখা। এতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন ‘লাল সালু’ ছবির রহমান বয়াতি।