দুই মাথা, জোড়ালাগানো শিশু
প্রকাশিত হয়েছে : ৯:৫৫:৩৩,অপরাহ্ন ০৭ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক: রাজশাহীর পদ্মা ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে ৪ নভেম্বর মঙ্গলবার রাতে জোড়ালাগানো দুটি সন্তানের জন্ম দিয়েছেন ইভা আক্তার (২০) নামে এক গৃহবধূ। ইভা আক্তারের বাড়ি পাবনা জেলার আটঘরিয়া উপজেলার গোকূলনগর গ্রামে।
বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে ইভা আক্তার এবং তাঁর সন্তানদের। উন্নত চিকিৎসার জন্য এদেরকে ঢাকা মেডিক্যালে আনা হয়।
ইভা আক্তারের স্বামী আরিফুল ইসলাম বলেন, আমি গ্রামের সামান্য কৃষক। কৃষিকাজ করে সংসার চালাই। স্ত্রীর অবস্থা খারাপ হলে তাকে প্রথমে রাজশাহীর পদ্মা ক্লিনিকে নেওয়া হয়। অস্ত্রোপচারের মাধ্যমে সেখানে জোড়ালাগানো জমজ বাচ্চার জন্ম হয়। সেখানে বাচ্চার মায়ের অবস্থা খারাপ হলে বুধবার তাকে পাবনা সদর হাতপাতালে পাঠানো হয়। ইতোমধ্যে এলাকায় জোড়ালাগানো বাচ্চার খবর জানাজানি হলে বৃহস্পতিবার আটঘরিয়ার ইউএনওর সহযোগিতায় ঢাকা মেডিকেলে আনা হয়।
জানা গেছে, জোড়ালাগানো জমজ বাচ্চা দুটিকে রাত সাড়ে ১০টার দিকে জরুরি বিভাগে আনা হলে ২১১ নম্বরে নবজাতক ওয়ার্ডে পাঠানো হয়।
ডাক্তার শাহরিয়ার বলেন, ধারণা করা হচ্ছে বাচ্চা দুটির হার্ট একটি ও ফুসফুস দুটি। যেহেতু এটা আমাদের ওয়ার্ডের বিষয় না, তাই আমরা বাচ্চা দুটিকে শিশুসার্জারি ওয়ার্ডে পাঠিয়েছি।
ডাক্তার মনিরা বলেন, পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে শিশু দুটি সুস্থ আছে। শিশু দুটিকে আমাদের ওয়ার্ডে ভর্তি করা হবে। তবে সিনিয়র ডাক্তাররা না আসা পর্যন্ত এ ব্যাপারে আমি কিছু বলতে পারছি না।