দুই ভাইয়ের তারছেঁড়া
প্রকাশিত হয়েছে : ৬:১৩:১৫,অপরাহ্ন ১৩ ফেব্রুয়ারি ২০১৫
বিনোদন ডেস্ক
চিত্রনায়ক বাপ্পারাজ ‘তারছেঁড়া’ নামে নতুন একটি চলচ্চিত্র পরিচালনা করতে যাচ্ছেন। এ চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন বাপ্পারাজ ও সম্রাট। এ দুই কেন্দ্রীয় চরিত্রের বিপরীতে কে অভিনয় করবেন তা এখনও ঠিক হয়নি।
‘তারছেঁড়া’ চলচ্চিত্র প্রসঙ্গে বাংলামেইলকে বাপ্পারাজ বলেন, গল্পটি হবে কমেডি অ্যাকশন ঘারানার। অন্যসব গল্প থেকে এ চলচ্চিত্রটির গল্প একদমই আলাদা। চলচ্চিত্রটিতে দর্শকরা আমাদেরকে নতুন রূপে দেখবে। অন্যসব চলচ্চিত্রের গল্প থেকে কিছুটা ভিন্ন। দর্শকদের ভিন্ন কিছু উপহার দিতে পারব বলে আশাকরি।
এপ্রিলের মাঝামাঝি সময়ে চলচ্চিত্রটির শ্যুটিং শুরু হওয়ার কথা রয়েছে। রাজলক্ষ্মী টেলিফিল্ম এর ব্যানারে নির্মিত হচ্ছে চলচ্চিত্রটি। বাপ্পারাজ ও তার ভাই সম্রাট ছাড়াও অরুণা বিশ্বাস, শহিদুল আলম সাচ্চু, শিমুল খান, সোহেল খান এ চলচ্চিত্রে অভিনয় করবেন বলে জানা যায়। এছাড়াও চলচ্চিত্রটিতে মোট ৫টি গান থাকবে।
উল্লেখ্য, বাপ্পারাজ কার্তুজ নামে একটি চলচ্চিত্র পরিচালনা করেছিলেন। আগামী ৬ই মার্চ ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।