দুই ভাইকে কুপিয়ে হত্যা করল দুর্বৃত্তরা
প্রকাশিত হয়েছে : ৫:১১:৪৭,অপরাহ্ন ২০ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: শুক্রবার দিবাগত রাতে চট্টগ্রামে দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
রাত সোয়া ১১টার দিকে চান্দগাঁও থানার খাজা রোডের বাদামতলা নামক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মোহাম্মদ ফরিদুল আলম (৪৫) এবং তার ছোট ভাই আবু সিদ্দিক (৪২)। তারা মুন্সিবাড়ি এলাকার মৃত আবদুল ছবুরের পুত্র।
পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে হামলা চালিয়ে এই দুই ভাইকে হত্যা করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
জানা যায়, রাত সোয়া ১১টার দিকে দুই ভাই একসঙ্গে বাড়ি ফেরার সময় দুর্বৃত্তরা দুই ভাইয়ের মাথায় ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা দুই ভাইকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চকেম) হাসপাতালে নিয়ে যায়। এ সময় জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করেন।
রাতেই দুই সহোদরের লাশ চমেকের মর্গে নিয়ে যাওয়া হয়েছে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রউফ বিষয়টি নিশ্চিত করেছেন।