দুই দেশের দুই মহিলা মন্ত্রীর উচ্চতার ফারাক!
প্রকাশিত হয়েছে : ৩:৪৯:৫৫,অপরাহ্ন ১৭ নভেম্বর ২০১৪
আন্তর্জাতিক ডেস্ক::
উনি সাউথ ক্যারোলিনার গর্ভনর নিক্কি হেলি। ভারতীয় বংশোদ্ভূত নিক্কি এসেছেন ভারত সফরে। আজ সাউথ ব্লকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে দেখা করতে যান নিক্কি। দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও যৌথভাবে উন্নয়ন নিয়ে দু’মহিলা রাষ্ট্রপ্রধান কথা বলেন।
ভারত নিয়ে নস্ট্যালজিক নিক্কি সুষমার সঙ্গে দেশ নিয়েও জানতে চান। কিন্তু সবচেয়ে মজার ঘটনাটা ঘটে নিক্কি উঠে দাঁড়াতেই। নিক্কির প্রায় কোমরের নিচে দাঁড়িয়ে থাকেন সুষমা। এই ছবি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ভাইরাল হচ্ছে।
ভারতীয় বংশোদ্ভূত এই রিপাবলিকান সুন্দরী নেত্রী মাত্র ৩৯ বছর বয়সে সাউথ ক্যারোলিনার গর্ভনর হিসেবে নির্বাচিত হয়েছেন। বিষয়টি এশিয়দের জন্য সুখবরই ছিল বটে। সাউথ ক্যারোলিনার গর্ভনর, আগামী দিনের সম্ভ্যাব্য রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী সারাহ পলিনের সঙ্গেও রয়েছে দুর্দান্ত সম্পর্ক। রিপাবলিকানদের মধ্যে তিনি বেশ প্রভাবশালী।