‘দুই দিনের মধ্যেই আপনাকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে’
প্রকাশিত হয়েছে : ৯:২৬:৪২,অপরাহ্ন ৩০ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে আগামী ২দিনেরে মধ্যে কঠিন সিদ্ধান্ত নিতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেছেন, আগামী দুই দিনের মধ্যেই আপনাকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। নইলে ১৬ লক্ষ শিক্ষার্থীর ভবিষ্যতের কথা বিবেচনা করে সরকার সাংবিধানিক ও প্রশাসনিক বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে। মনে রাখবেন, সরকারের ধৈর্যের একটি সীমা আছে।
শুক্রবার দুপুরে রাজধানীর ‘ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে’ নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত ‘চলমান রাজনীতি’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিশ্বের কোনো রাষ্ট্রের কেউ সহিংসতা করে সরকারের কাছ থেকে দাবি আদায় করতে প্রারেনি। তাই খালেদা জিয়াও পারবে না। খালেদা জিয়াক্ উদ্দেশ্য করে সুরঞ্জিত বলেন, নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার আপনার আছে। তাই বলে নাশকতা করার অধিকার নেই। কোনো ধরনের চাপ প্রয়োগ করে সরকারের কাছ থেকে দাবি আদায় কার যাবে না।
তিনি বলেন, অগণতান্ত্রিক ও সহিংস আন্দোলন বন্ধ করুন। না হলে সহিংসতা বন্ধ করতে প্র্রধানমন্ত্রীর হাতে সাংবিধানিক ও প্রশাসনিক ক্ষমতা ছাড়াও বিকল্প অনেক মাধ্যম আছে। যা এখনো ছোঁয়াও হয়নি। কতদিন পর্যন্ত প্রধানমন্ত্রী ধৈর্য দেখাবেন তা সময়ই বলে দেবে।
সংগঠনের সভাপতি ডা. এনামুল হক সেলিমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বঙ্গবন্ধু একাডেমির মহাসচিব হুমায়ুন কবির মিজি, সাম্যবাদী দলের স্থায়ী কমিটির সদস্য হারুন চৌধুরী, মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু প্র্রমুখ।বিনোদন ডেস্ক::
সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে প্রকাশ করে দেওয়া হবে তাঁর ন্যুড ছবি। এমনই হুমকি আসছে পপস্টার টেইলর সুইফটের কাছে।
জেনিফার লরেন্সের পর এবার হ্যাকারদের কবলে টেইলর সুইফটের ট্যুইটার ও ইনসটাগ্রাম অ্যাকাউন্ট।
গত মঙ্গলবার অ্যাকাউন্ট দুটি হ্যাক করা হয়েছে। আর তারপর থেকে হুমকি আসতে শুরু করেছে এই গায়িকার কাছে।
তাঁর অ্যালবাম ‘১৯৮৯’ প্রকাশের পর থেকেই জনপ্রিয়তার শিখরে আছেন এই তারকা। ‘শেক ইট অফ’-এ মজে আছে সারা বিশ্ব৷ ট্যুইটারে ফ্যান ফলোয়ার তালিকায় তাঁর নাম রয়েছে চতুর্থ স্থানে। টেইলরের ফলোয়ার সংখ্যা এখনও পর্যন্ত ৫ কোটি ১৪ লক্ষ।
তবে টেলর জানিয়েছেন, তাঁর কোনো নগ্ন ছবি নেই। তাই এমন কোনো ছবি যদি ইন্টারনেটে ছড়ায় তাহলে তা হবে ফটোশপের কারিগরি। তবে অ্যাকাউন্ট হ্যাক হবার পর সোশ্যাল মিডিয়া সার্ভিস থেকে যত তাড়াতাড়ি সম্ভব টেইলরের গুরুত্বপূর্ণ নথি সরিয়ে নেওয়া হয়েছে।
জানা গেছে, লিজার্ড স্কোয়াড নামে এক ব্যক্তি অ্যকাউন্ট হ্যাক করেছে। গত বছর স্কোয়ার্ড সোনি প্লে স্টেশন ও এক্সবক্সের অ্যাকাউন্টও হ্যাক হয়েছিল এই ব্যক্তির অ্যাকাউন্ট থেকে।