দুই ট্রলারের সংঘর্ষে ময়মনসিংহের শীতলক্ষ্যা নদীতে ২ জন নিহত, নিখোঁজ ২০
প্রকাশিত হয়েছে : ৯:৫৫:২৪,অপরাহ্ন ২৩ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
ময়মনসিংহের শ্রীপুর উপজেলার নান্দিয়াসাঙ্গুন এলাকায় দুটি ট্রলারের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও কমপক্ষে ২০ যাত্রী নিখোঁজ রয়েছেন। স্থানীয়রা নিখোঁজ যাত্রীদের উদ্ধারের চেষ্টা করছেন। শুক্রবার দুপুর ১টার দিকে গাজীপুর ও ময়মনসিংহ জেলার সীমান্তবর্তী ব্রহ্মপুত্র ও শীতলক্ষ্যা নদীর মোহনায় শীতলক্ষ্যার অংশে এই দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন- ময়মনসিংহের পাগলা থানার সুতারচাপর গ্রামের ট্রলার চালক আব্দুর রহিমের (৩০) এবং পাগলা থানার তললী পশ্চিম পাড়া গ্রামের রহিম উদ্দিনের স্ত্রী রহিমা খাতুন (৪২)। জানা গেছে, কাপাসিয়ার টোকচানপুর থেকে বরমীগামী যাত্রীবাহী ট্রলারের সঙ্গে বরমী থেকে ছেড়ে আসা ত্রীমোহনীগামী যাত্রীবাহী ট্রলারের মাঝনদীতে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক ট্রলারের মাঝিসহ দুইজন নিহত হয়।