দুই ছাত্রদল নেতাকে ছাত্রলীগের পিটুনি
প্রকাশিত হয়েছে : ১২:৩৬:৩৩,অপরাহ্ন ০৪ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
বুয়েটের সামনে দুই ছাত্রদল নেতাকে গণধোলাই দিয়েছে ছাত্রলীগ। ছাত্রদলের ওই দুই নেতা হলেন- কেন্দ্রীয় বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহাদাৎ হোসেন ও গোলাম কিবরিয়া। তাদের কাছ থেকে পেট্রোল বোমাও উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হরতাল-অবরোধের সমর্থনে বিক্ষোভ-মিছিল বের করে ছাত্রদলের নেতারা। এ সময় মিছিলটিকে ধাওয়া করে ছাত্রলীগ। পরে মিছিলে অংশ নেওয়া দু’জনকে ধরে গণধোলাই দেয় তারা। গণধোলাইয়ের শিকার দুই ছাত্রদল নেতাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে বুয়েট ছাত্রলীগ তিতুমীর হল শাখার সাধারণ সম্পাদক আবু সাঈদ কনক বলেন, ছাত্রদল মিছিল নিয়ে আসলে তাদের ধাওয়া দিয়ে গণধোলাই দেওয়া হয়। তিনি দাবি করেন, ছাত্রদল নেতাদের কাছ থেকে পেট্রোল বোমা উদ্ধার হয়েছে। পরে চকবাজার থানা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে ছাত্রদল নেতাদের আটক করে ঢামেকে চিকিৎসার জন্য নিয়ে যায়।
চকবাজার থানার ডিউটি অফিসার এসআই শওকত বলেন, আমার কাছে এখনও পুরো তথ্য আসেনি। বিষয়টি ওসি সাহেব ভালো বলতে পারবেন। তবে ওসি আজিজুল হককে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।