দুই কোটি টাকার ইয়াবাসহ মিয়ানমারের ২ নাগরিক গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১০:১৪:৫৯,অপরাহ্ন ০৬ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
কক্সবাজারের টেকনাফে ৭০ হাজার ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির একটি দল গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে আবদুল আমিন (৩০) ও মো. রফিক ওরফে খোকন (১৮)।
বিজিবির ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল আবু জার আল জাহিদ সাংবাদিকদের জানান, মঙ্গলবার ভোর পাচঁটায় মিয়ানমার থেকে নাইট্যং পাড়ার (পিএইসপি) ফিশারীর নাফনদীর সীমান্তে অভিযান চালিয়ে ৭০ হাজার ইয়াবাসহ আবদুল আমিন ও রফিক নামে মিয়ানমারের দুই নাগরিককে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য দুই কোটি ৭০ লাখ টাকা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, মিয়ানমার থেকে প্রতিদিনই কোন না কোনভাবে ইয়াবা নামের মাদক বড়ি বাংলাদেশে আনা হচ্ছে। বিজিবি, পুলিশ, র্যাব মাদকসহ ব্যবসায়ীদের প্রায়ই গ্রেফতার করছে। কিন্তু এদের তৎপরতা কমছেনা। স্থানীয় রাজনৈতিক দলের নেতারাই তাদের পৃষ্ঠপোষকতা করছে। তারা চিহ্নিত হলেও প্রশাসন তাদেরকে গ্রেফতার করতে পারছেনা।