দীলিপ কুমারের মৃত্যু, অতঃপর…
প্রকাশিত হয়েছে : ৩:০৫:০৪,অপরাহ্ন ২৫ নভেম্বর ২০১৪
অনলাইন ডেস্ক : হঠাৎ করেই কিংবদন্তী অভিনেতা দীলিপ কুমারের মৃত্যুর খবরে মর্মাহত হয়ে পড়ে পুরো বলিউড। সামাজিক যোগাযোগের মাধ্যমে এই খবরটি মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে। কিন্তু কিছুক্ষণ পরেই জানা যায়, খবরটি আসলে গুজব ছিল।
ফেসবুক থেকে শুরু করে টুইটারে দীলিপ কুমারের ভক্তরা যখন তাদের প্রিয় অভিনেতার মৃত্যুর খবরে নিস্তব্ধ হয়ে পড়ে ঠিক সেই সময়েই দীলিপ কুমারের স্ত্রী একটি বিবৃতির মাধ্যমে জানান, দীলিপ কুমারের মৃত্যুর খবরটি একটি গুজব। এই অভিনেতা সুস্থ আছেন।
প্রসঙ্গত আজ হঠাৎ করেই টুইটারে কেউ একজন টুইট করেন যে, বলিউডের কিংবদন্তী তারকা দীলিপ কুমার মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এমন একটি খবর খুব দ্রুত মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
এমন খবরে বলিউডের আরেক অভিনেতা অমিতাভ বচ্চনও মর্মাহত হন পরবর্তীতে পুরোটাই একটি গুজব শুনে বেশ হতভম্বও হন। এবং টুইট করেন, দয়া করে এমন গুজবে কেউ বিশ্বাস করবেন না।
সূত্র: ডিএনএ