দীর্ঘ ৮ বছর পর পাবনায় আ’লীগের সম্মেলন
প্রকাশিত হয়েছে : ১১:৪৭:৩০,অপরাহ্ন ২২ নভেম্বর ২০১৪
দীর্ঘ ৮ বছর পর উৎসবমুখর পরিবেশে শনিবার অনুষ্ঠিত হয়েছে পাবনা পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। এর আগে সর্বশেষ ২০০৬ সালের ৪ মার্চ পাবনা পৌর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিলো।
দুপুরে শহরের রফিকুল ইসলাম বকুল পৌর মিলনায়তন মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলন উদ্বোধন করেন ভূমিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি শামসুর রহমান শরীফ ডিলু।
সম্মেলনের প্রথম পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন। প্রধান বক্তা ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুল হক টুকু।
পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুস সামাদ খান রতনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তসলিম হাসান সুমন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদ প্রশাসক এম সাইদুল হক চুন্নু, পাবনা-৩ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন। বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল রহিম লাল, চন্দন কুমার চক্রবর্তী, আবুল কালাম আজাদ বাবু, সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি প্রমুখ। এর আগে পৌর সদরের বিভিন্ন ওয়ার্ড থেকে আনন্দ মিছিল নিয়ে সম্মেলনস্থলে উপস্থিত হন নেতাকর্মীরা। সম্মেলনের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হবে পাবনা পৌর আওয়ামী লীগের কমিটি গঠন।