দিন শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ৫৩/১
প্রকাশিত হয়েছে : ৭:০৩:১৬,অপরাহ্ন ০৪ নভেম্বর ২০১৪
স্পোর্টস ডেস্ক: প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই হোচট খেয়েছে জিম্বাবুয়ে। দলীয় ১৭ রানের মাথায় তাইজুলের শিকার হয়ে সাজঘরে ফেরেন সিকান্দার রাজা। তার ব্যাট থেকে সফরকারীদের স্কোরসিটে যোগ হয়েছে মাত্র ১১ রান।
এর আগে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৪৩৩ রান সংগ্রহ করে।
দ্বিতীয় উইকেটে জিম্বাবুয়েকে পথ দেখানোর চেষ্টা করেন চারি ও মাসাকাদজা। ১টি করে চার ও ছক্কায় ২১ রান নিয়ে অপরাজিত রয়েছেন চারি। অপরপ্রান্তে অপরাজিত ব্যাটসম্যান মাসাকাদজা। তার ব্যাট থেকে এসেছে ১৫ রান। ২টি চারের মারে ইনিংসটি সাজিয়েছেন মাসাকাদজা।
আর তাতে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে সফরকারীর সংগ্রহ দাঁড়িয়েছে ১ উইকেট হারিয়ে ৫৩ রান। প্রথম ইনিংসে বাংলাদেশের চেয়ে ৩৮০ রানে পিছিয়ে রয়েছে জিম্বাবুয়ে। হাতে আছে ৯ উইকেট। তৃতীয় দিনে নিজেদের সেরাটা ঢেলে দেওয়ার প্রচেষ্টা করবেন টেলররা।