দিন দিন মুসলিম লীগের মতো হচ্ছে বিএনপি
প্রকাশিত হয়েছে : ১০:০৩:৫৩,অপরাহ্ন ২৮ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দিন দিন মুসলিম লীগের মতো হচ্ছে।
শুক্রবার বেলা ১১টায় বিএমএ ভবন অডিটোরিয়ামে বাংলাদেশের কমিউনিষ্ট আন্দোলনের স্থপতি ভাষা সৈনিক কমরেড মোহাম্মদ তোয়াহা’র ২৭তম স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ইনু বলেন, মুসলিম লীগ মুক্তিযুদ্ধের বিপক্ষে গিয়ে বাংলাদেশের ইতিহাস থেকে চিরতরে মুছে গেছে। বিএনপি জামায়াতের পক্ষ নিয়ে ইতিহাস থেকে মুছে যাচ্ছে।
তিনি বলেন, জামায়াত ইসলামও এদেশ থেকে মুছে যেত কিন্ত জিয়াউর রহমান জামায়াতকে রাজনীতি করার সুযোগ দিয়ে প্রতিষ্ঠিত করেছিলেন। ৮০ দশক থেকে ২০০১ সাল পর্যন্ত রাজাকারদের পর্দার আড়ালে রেখেছে বিএনপি। আর ২০০১ সালের এর পর খালেদা জিয়া প্রকাশ্যে জামায়াতের সঙ্গে নিয়ে দেশের মানুষের বিপক্ষে দাঁড়িয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর খালেদাকে এক ভাবলে চলবে না উল্লেখ করে তথ্যমন্ত্রী ইনু বলেন, খালেদা জিয়া প্রকাশ্যে যুদ্ধাপরাদীদের পক্ষে অবস্থান নিয়েছেন আর শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচার করছেন।