দিনাজপুরে ফাঁসির রায়ের বিরুদ্ধে জামায়াতের বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে : ১২:২৫:১১,অপরাহ্ন ৩০ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
মঙ্গলবার দিনাজপুরে জামায়াত নেতা এটিএম আজাহারুল ইসলামের ফাঁসির আদেশের বিরুদ্ধে শহর শাখা জামায়াত বিক্ষোভ মিছিল করেছে। ট্রাইব্যুনালের চেয়ারম্যানের পৈত্রিক বাসভবনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে দিনাজপুর শহরের লিলিমোড় থেকে শহর জামায়াতের এক ঝটিকা মিছিল বের হয়। জামায়াত নেতা এটিএম আজাহারুল ইসলামের ফাঁসির আদেশের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন শহর জামায়াতের আমীর তৈয়ব আলী ও শহর শিবিরের সেক্রেটারী।
এদিকে মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত বিশেষ ট্রাইব্যুনাল ১ এর চেয়ারম্যান এম. ইনায়েতুর রহিমের পৈত্রিক বাসভবন শহরের মুন্সিপাড়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।