দিনশেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৩০৩ রান
প্রকাশিত হয়েছে : ১০:৪৬:২৬,অপরাহ্ন ১২ নভেম্বর ২০১৪
স্পোর্টস ডেস্ক: চট্রগ্রাম টেস্টের প্রথম দিন ভালোভাবে শেষ করেছে বাংলাদেশ। দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৩০৩ রান। বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েসের সেঞ্চুরিতে এ সংগ্রহ পায় বাংলাদেশ। মুমিনুল হক ৪৬ ও মাহমুদউল্লাহ রিয়াদ ৪ রানে অপরাজিত আছেন। এর আগে ১০৯ রান করে তামিমের বিদায়ের পর ব্যক্তিগত ১৩০ রানে আউট হন ইমরুল কায়েস।
চট্রগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় সকাল ৯.৩০ মিনিটে।
তৃতীয় টেস্টের বাংলাদেশ একাদশে এসেছে ২টি পরিববর্তন। পরপর দুই ম্যাচে ভালো করতে না পারায় শেষ টেস্টে শামসুর রহমান শুভর জায়গায় স্থান পেয়েছেন ওপেনার ইমরুল কায়েস। অন্যদিকে পেসার শাহাদাতের পরিবর্তে ফিরেছেন পেসার শফিউল ইসলাম।
এছাড়া জিম্বাবুয়ে দলেও ২টি পরিবর্তন এসেছে।
বুধবার থেকে চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বসুন্ধরা সিমেন্ট টেস্ট সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট। যদিও এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা। শেষ ম্যাচটি জিতে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়েই আজ বাংলাদেশ মাঠে নামবে।