দায় নিয়ে পদত্যাগ লেবার নেতা মিলিব্যান্ড
প্রকাশিত হয়েছে : ১:৪০:৪০,অপরাহ্ন ০৮ মে ২০১৫
আন্তর্জাতিক ডেস্ক::
ব্রিটেনে কনসারভেটিভ দলের নেতা ডেভিড ক্যামেরন পাঁচ বছর মেয়াদে আবার প্রধানমন্ত্রী হয়েছেন। সাধারণ নির্বাচনে তার দল অপ্রত্যাশিতভাবে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। কনসারভেটিভ দলকে ক্ষমতা গ্রহণের জন্য এখন আর লিবারেল ডেমোক্রাট দলের সঙ্গে জোট বাঁধতে হবে না।
এদিকে লেবার পার্টির নেতা এড মিলিব্যান্ড নির্বাচনে দলের খারাপ পারফরম্যান্সের জন্য সব দায়িত্ব নিয়ে পদত্যাগ করেছেন। পদত্যাগের ঘোষণা দেওয়ার আগে টুইটারে তিনি বলেন দলের খারাপ ফলাফলের জন্য তিনি দায়িত্ব নিচ্ছেন। তাদের নেতা নিক ক্লেগও আজ পদত্যাগ করেছেন। গত পাঁচ বছর কনসারভেটিভের জোটসঙ্গী লিবারেল ডেমোক্রাট দলেরও এই নির্বাচনে ভরাডুবি হয়েছে। তারা পেয়েছে হাতে গোণা মাত্র কয়েকটি আসন।