দায়িত্বশীল পদে থেকে রাজনীতিকদের ভাষায় কথা বলা আইনের পরিপন্থি —- ফিনল্যান্ড বিএনপি
প্রকাশিত হয়েছে : ৮:০৫:৫৬,অপরাহ্ন ১৮ জানুয়ারি ২০১৫
পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ এবং বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদের সরকারের দায়িত্বশীল পদে থেকে রাজনীতিকদের ভাষায় কথা বলাকে অসাংবিধানিক ও আইনের পরিপন্থি বলে মন্তব্য করেছেন ফিনল্যান্ড বিএনপি।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের রাজনীতির মাঠে নামার প্রতিবাদে শনিবার সন্ধ্যায় হেলসিংকিতে এক বিক্ষোভ সমাবেশে দলের নেতৃবৃন্দ আরো বলেন- রাজনীতি করার ইচ্ছা থাকলে পোশাক খুলে প্রজাতন্ত্রের চাকরিতে ইস্তফা দিয়ে জনগণের কাতারে এসে তাদের রাজনীতি করা উচিত।
তারা আরো বলেছেন, রাজনৈতিক সমস্যার রাজনৈতিক সমাধানের পথে না গিয়ে সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের রাজনীতির মাঠে নামিয়ে দিয়েছে।
বিক্ষোভ সমাবেশে ফিনল্যান্ড বিএনপির বক্তারা বলেন, এসব ঘটনা স্বাধীন, গণতান্ত্রিক ও সভ্য দেশে অকল্পনীয়। বাংলাদেশে জনপ্রতিনিধিত্বশীল কোনো সরকার থাকলে শৃঙ্খলা ভঙ্গ ও এখতিয়ার বহির্ভূত এমন সব বেআইনি বক্তব্য প্রদানের দায়ে তাদেরকে অবশ্যই চাকরিচ্যুত করে আইনামলে আনা হতো।
জনগণের কষ্টার্জিত অর্থে বেতন-ভাতা গ্রহণকারী প্রজাতন্ত্রের এসব কর্মচারীর এমন ধৃষ্টতাপূর্ণ ও পক্ষপাতদুষ্ট আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।
ফিনল্যান্ড বিএনপি সাধারন সম্পাদক মবিন মোহাম্মদের পরিচালনায় ও সভাপতি জামান সরকারের সভাপতিত্বে এতে অন্যান্যদের মধয়ে উপস্থিত ছিলেন, ফিনল্যান্ড বিএনপির প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর আবুল হাসেম চৌধূরী, ফিনল্যান্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি মোকলেসুর রহমান চপল, সহ সভাপতি এজাজুল হক রুবেল, মোঃ আওলাদ হোসেন, প্রদীপ কুমার সাহা, বদরুম মনির ফেরদৌস, সিনিয়র যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মিঠু, সাংগঠনিক সম্পাদক গাজী সামসুল আলম, যুগ্ম সম্পাদক আলাউদ্দিন আহমেদ, আবদুল্লাহ আল মাসুদ, ইব্রাহিম খলিল, তাজুল ইসলাম, আনোয়ার হোসেন, নিজাম আহমেদ, সাইফুর রহমান সাইফ, মোস্তাক সরকার, মঞ্জুর রহমান, আবুল কালাম আজাদ, আশরাফ উদ্দিন, মনিরুল ইসলাম, সোলেমান মোঃ জুয়েল, সাজ্জাদ মুন্না, নুরুল ইসলাম, সাগর, আরিফুজ্জামান বাবু, মামুন হোসেন, মুকুল হোসেন, সবুজ খান, তানভীর আহমেদ, , নজরুল ইসলাম, মোঃ জুয়েল, আরিফ আহমেদ, নাজমুল হাসান, ফাহমিদ-উস-সালেহীন, , শাকিল নেওয়াজ, আজমাইন রহমান, মোহাম্মদ হাসিব উদ্দিন, সাজিদ খান জনি, খালেদুল ইসলাম, আজাদ আবুল কালাম, মোঃ সহিদুল, সাজিদ খান জনি প্রমুখ। বিজ্ঞপ্তি।