দাম বাড়ছে সিগারেটের
প্রকাশিত হয়েছে : ১:১৬:৫৮,অপরাহ্ন ০১ জুন ২০১৫
নিউজ ডেস্ক::
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আবারো সিগারেটের ওপর শুল্ক বাড়ানোর ঘোষণা দিতে যাচ্ছেন। তাই বাড়ছে সিগারেটের দাম। সংশ্লিষ্ট সূত্র বলছে, ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে এমন সিদ্ধান্ত নিয়েছেন মুহিত। আগামী ৪ জুনের বাজেট বক্তৃতায় তিনি শুল্প আরোপের কথা ঘোষণা দেবেন। ফলে দেশের বাজারে সব ব্র্যান্ডের সিগারেটের দাম আরেক দফা বাড়তে যাচ্ছে।
কম দামি, বেশি দামি সব ব্র্যান্ডের সিগারেটের ওপর শুল্ক কর হার বাড়তে পারে। দেশের তামাক বিরোধি সংগঠনগুলো সিগারেটের দাম দ্বিগুণ করার দাবি জানিয়েছে।
সূত্র বলছে, সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নে চাপে আছেন অর্থমন্ত্রী। বাড়তি সম্পদ আহরণে সে জন্য নতুন বাজেটে করের আওতা বাড়ানোর বিষয়ে বেশি গুরুত্ব দিয়েছেন তিনি। বিশেষ করে আয়কর ও স্থানীয় পর্যায়ে মূল্য সংযোজন করের (ভ্যাট) পরিধি বাড়ানোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বর্তমানে দেশে হাইব্রিড গাড়ি আমদানি হয় খুবই কম। পরিবেশবান্ধব হাইব্রিড গাড়ি আমদানি উৎসাহিত করতে এখানে শুল্ক ছাড় দেওয়া হতে পারে।
সূত্র জানায়, প্রপার্টি ট্যাক্স আরোপের প্রস্তাব কার্যকর করলে কর আদায়ে জটিলতা বাড়তে পারে। তাই আসন্ন বাজেটে প্রপার্টি ট্যাক্স আরোপ থেকে বিরত থাকবেন অর্থমন্ত্রী।