দাউদ মার্চেন্ট সিএমএম আদালতে
প্রকাশিত হয়েছে : ৮:১০:২০,অপরাহ্ন ০৩ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: ভারতের শীর্ষ সন্ত্রাসী দাউদ ইব্রাহিমের অন্যতম সহযোগী দাউদ মার্চেন্টের সাত দিনের রিমান্ড চেয়ে ঢাকা সিএমএম আদালতে হাজির করা হয়েছে।
বুধবার ডিসেম্বর) দুপুরে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আটক দেখিয়ে তাকে আদালতে হাজির করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. নুরু মিয়ার আদালতে এ রিমান্ড শুনানি হবে।
কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার দু’দিনের মধ্যে বুধবার ভোর ৫টায় রাজধানীর খিলগাঁও থেকে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে ফের আটক করে।