দাউদ ইব্রাহিমকে খুন করতে পাকিস্তানে ভারতের প্রশিক্ষিত বাহিনী
প্রকাশিত হয়েছে : ১০:৪৬:৪৪,অপরাহ্ন ১৪ ডিসেম্বর ২০১৪
আন্তর্জাতিক ডেস্ক::
দাউদ ইব্রাহিমকে খুন করতে ভারতীয় গোয়েন্দারা বিশেষভাবে প্রশিক্ষিত এক বাহিনী পাঠায় পাকিস্তানে। বাহিনীর নাম ছিল সুপার বয়েজ। দাউদকে প্রায় হত্যা করার মুখে এসেও দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তার ফোনে শেষ পর্যন্ত পিছিয়ে আসতে হয় তদের। আইবিএনের এক বিশেষ প্রতিবেদনে এ চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে।
প্রায় এক বছর আগে পাকিস্তানে দাউদের ঘাঁটির হদিস পেয়ে তাকে হত্যা করতে ভারতীয় কমান্ডোররা পাকিস্তানে পাড়ি দেয়। জানা যায়, ২০১৩ সালে দাউদকে হত্যা করতে ৯ জন বিশেষভাবে প্রশিক্ষিত কমান্ডোকে পাকিস্তানে পাঠানো হয়েছিল। এই কম্যান্ডোদের মনোনীত করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর কর্মকর্তারা। ‘মিশন সাকসেসফুল’ করতে এই কম্যান্ডোদের হাতে তুলে দেওয়া হয় সুদান, বাংলাদেশ, নেপালের পাসপোর্টও।’
প্রায় এক বছর আগে এই মিশনের মূল উদ্দেশ্য ছিল দাউদ ইব্রাহিমকে খতম করা। দাউদ ইব্রাহিম সে সময় পাকিস্তানে লুকিয়ে ছিলেন বলে খবর ছিল ভারতের কাছে। সেইমত ভারতীয় কম্যান্ডোররা পাকিস্তানে পাড়ি দেন। প্রায় দুই দশক ধরে ভারতীয় গোয়েন্দারা দাউদের আস্তানা খুঁজে বেড়াচ্ছিলেন। কিন্তু দিনের পর দিন সেই অভিযান মুখ থুবড়ে পড়ছিল। শেষ পর্যন্ত পাকিস্তানে দাউদের ঘাঁটির হদিশ পান গোয়েন্দারা। সঙ্গে সঙ্গে তৈরি করে ফেলা হয় এক বিশেষ বাহিনী। নাম দেওয়া হয় সুপরা বয়েজ।