দল ছাড়ছেন হতাশ বিএনপি নেতারা
প্রকাশিত হয়েছে : ১১:০২:৪৭,অপরাহ্ন ১৬ মে ২০১৫
নিউজ ডেস্ক::
দীর্ঘদিন মাঠের রাজনীতিতে অনুপস্থিত, সরকার পতন আন্দোলনে ব্যর্থ ও শীর্ষ নেতাদের আত্মগোপনে হতাশ রাজশাহীর মাঠ পর্যায়ের বিএনপি নেতা-কর্মীরা। আর হতাশা থেকে দল ছাড়ছেন তারা। ১১ মে দল ও রাজনীতি ছাড়ার ঘোষণা দেন নগর ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহ মো. মইনুল হোসেন চৌধুরী শান্ত। ১৩ মে দল ছাড়েন রাজপাড়া থানা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও রাসিকের ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান হাবিব। ওয়ার্ড পর্যায়ের আরও শতাধিক নেতা-কর্মী সম্প্রতি আওয়ামী লীগে যোগ দিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে বিএনপির একাধিক নেতা জানান, একের পর এক মামলা ও হয়রানির কারণে রাজশাহীতে বিএনপি নেতা-কর্মীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। সরকার পতন আন্দোলনে বার বার ব্যর্থ হওয়ায় চরম আকার ধারণ করেছে এ হতাশা। এসব কারণে দল ও রাজনীতি থেকে নিজেদের গুটিয়ে নিতে চাইছেন অনেক নেতা-কর্মী। জানা গেছে, দীর্ঘদিন ধরেই দলের কোনো কার্যক্রমে অংশ নিতে পারছেন না নেতা-কর্মীরা।
পাশাপাশি রাজশাহীর শীর্ষ তিন নেতা বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটির সদ্য বরখাস্ত হওয়া মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল ও নগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন তিন মাসের বেশি সময় ধরে আত্মগোপনে আছেন। গ্রেফতার হয়ে কারাগারে আছেন জেলা বিএনপির সভাপতি নাদিম মোস্তফা।