দলের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছেন ফখরুল
প্রকাশিত হয়েছে : ৮:৫০:৫৭,অপরাহ্ন ২১ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
নগর বিএনপি ও বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার বেলা ১২ টা থেকে ১ টা পর্যন্ত নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক সূত্রে জানা যায়, বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি, দলের সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি আগামী দিনে ঢাকায় কিভাবে সরকার পতনের আন্দোলন গড়ে তোলা যায় সে বিষয়ে বেশ কিছু কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়েছে।
এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা মহানগর বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক আব্দুল আউয়াল মিন্টু, সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল, যুগ্ম আহবায়ক কাজী আবুল বাশার, এম এ কাইয়ূম বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, যুব দল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব, শ্রমিক দল সভাপতি আনোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাসিম, সহ ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু , স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সপু প্রমুখ।