দর্শককে চড়: নিষিদ্ধ হতে পারেন ইউসুফ পাঠান
প্রকাশিত হয়েছে : ৯:৪৮:২০,অপরাহ্ন ২৪ ডিসেম্বর ২০১৪
স্পোর্টস ডেস্ক::
রঞ্জি ট্রফির ম্যাচ চলাকালিন মেজাজ হারিয়ে এক তরুণ দর্শককে ড্রেসিং রুমে ডেকে নিয়ে চড় মারেন ইউসুফ পাঠান। এ ঘটনায় আচরণবিধির লেভেল ২ অথবা ৩ ভঙ্গের শাস্তির মুখোমুখি হতে পারেন তিনি। নিষিদ্ধ হওয়ার পাশাপাশি গুণতে হতে পারে জরিমানাও।
বুধবার রঞ্জি ট্রফিতে জম্মু ও কাশ্মীরের বিপক্ষে বারোদার হয়ে মাঠে নামেন ইউসুফ পাঠান। মাত্র ৯ রানে আউট হন মারকুটে এই ব্যাটসম্যান। সাজঘরে ফেরার পথে এক দর্শক তাকে নিয়ে কটূক্তি করলে মেজাজ হারান তিনি। পরে ওই দর্শককে ড্রেসিং রুমে ডেকে নিয়ে তার গায়ে হাত তোলেন।
দর্শকের গায়ে হাত তোলার বিষয়টি ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডকে অবহিত করেছেন ম্যাচ রেফারি প্রশান্ত মহাপাত্র।
তরুণ ওই দর্শক শুধু পাঠানকে কটূক্তি করে ক্ষান্ত হননি। তিনি পুরো বারোদা দলকে নিয়ে কটূক্তি করেছেন।
এ বিষয়ে বারোদা ক্রিকেট সংস্থার সাধারণ সম্পাদক স্নেহাল পারিখ বলেন, ‘তরুণ ওই দর্শক বেশ চিৎকার করে পাঠান ও বারোদা দলকে কটূক্তি করছিল। আম্বাতি রাইডু যখন ব্যাট করছিল তখনও সে কটূক্তি করেছে। পাঠান আসলে এমন কটূক্তি সহ্য করার মতো মন-মানসিকতায় ছিল না। এমন ঘটনার পর সে ওই তরুণ দর্শককে সাজঘরে ডেকে আনেন। এরপর তাকে দুটি চড় মারেন।’