দক্ষিণ সুরমায় ব্যবসায়ীর টাকা ছিনতাই
প্রকাশিত হয়েছে : ১১:০৭:১৯,অপরাহ্ন ০৯ জুন ২০১৫
নিউজ ডেস্ক :: সিলেটের দক্ষিণ সুরমায় এক ব্যবসায়ীকে মারধর করে ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। ছিনতাইর শিকার পুরান তেতলী গ্রামের মৃত এখলাছ মিয়ার ছেলে নাসির উদ্দিন এ অভিযোগ করেছেন।
আহতাবস্থায় নাসিরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দিবাগত রাত ১০টার দিকে দক্ষিণ সুরমাস্থ বঙ্গবীর রোডের তিনপাড়া পুলেরমুখ এলাকায় এ ঘটনা ঘটে।
নাসির উদ্দিন জানান- দক্ষিণ সুরমার বঙ্গবীর রোডস্থ তিনপাড়া পুলেরমুখ এলাকার এসটি টেলিকমে মোবাইল সার্ভেসিং করেন। মোটর সাইকেল কেনার জন্য তিনি ব্যবসা প্রতিষ্ঠানে ৭০ হাজার টাকা রেখেছিলেন।
দিনে মোটর সাইকেল কিনতে না পারায় ওই টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় তার ব্যবসা প্রতিষ্ঠানের অনতিদূরে এলাকার সুহেল ও সেলিমসহ ৩-৪ জন তার উপর হামলা চালায়। তার মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এসময় তার সাথে থাকা টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা।