দক্ষিণ সুরমায় ট্রাকে আগুন, আটক ৩
প্রকাশিত হয়েছে : ১:৪১:৪৬,অপরাহ্ন ০৪ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
বিএনপি নেতৃত্বাধীন জোটের ডাকা অবরোধের পাশাপাশি হরতাল চলাকালে দক্ষিণ সুরমায় একটি ট্রাকে পেট্রোল বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার বিকাল পৌনে ৫টার দিকে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পারাইরচকে এ ঘটনা ঘটে। পেট্রোল বোমার আগুনে ট্রাকটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হরতালের তৃতীয় দিন বিকেলে দু-তিনটি মোটরসাইকেলে কয়েকজন যুবক এসে চলন্ত ট্রাকটিতে (ঢাকা মেট্রো ট-১৪-৯২৪৯) একটি পেট্রোল বোমা ছুড়ে মেরে পালিয়ে যায়। পেট্রোল বোমার বিস্ফোরণে ট্রাকে আগুন ধরে গেলে চালক ও হেলপার লাফিয়ে নেমে আত্মরক্ষা করেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে ট্রাকের আগুন নেভায়।
ট্রাকচালক রিপন জানান, সুতারকান্দি থেকে কমলা নিয়ে তিনি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পারাইরচকে যাওয়ার পর মোটরসাইকেলে আসা কয়েকজন যুবক ট্রাক লক্ষ্য করে পেট্রোল বোমা ছুড়ে মারে। সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।