দক্ষিণ সুরমায় অবরোধের আগুনে পুড়লো ট্রাক
প্রকাশিত হয়েছে : ৩:৫৪:৫৯,অপরাহ্ন ১৪ জানুয়ারি ২০১৫
স্টাফ রিপোর্টার::
দক্ষিণ সুরমার লাউয়াইয়ে ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত ৮টার দিকে মোটরসাইকেলযোগে কয়েকজন যুবক এসে ট্রাকে অগ্নিসংযোগ করে দ্রুত পালিয়ে যায়। এতে হতাহতের কোন খবর পাওয়া যায় নি। ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
জানা যায়, দক্ষিণ সুরমার বঙ্গবীর রোডের লাউয়াইয়ে পূবালী ব্যাংকের সামনে দাঁড়ানো অবস্থায় থাকা ট্রাকে (সিলেট ব-১৮৭৫) মোটরসাইকেলযোগে কয়েকজন যুবক এসে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। এতে ট্রাকের সামনের পুড়ে যায় অংশ ক্ষতিগ্রস্থ হয়। আকস্মিক এই ঘটনায় স্থানীয়রা হতবাক হয়ে যান। দোকানপাটও বন্ধ করে দেন অনেক ব্যবসায়ী।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল গঠনার সথ্যতা নিশ্চিত করেছেন। তবে এই ঘঠনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।